নকল প্রসাধনী কারখানা পুরান ঢাকায়

কারখানায় থাকা ৫ জনকে আটক করা হয়| নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআর ভাম্যমান আদালত, তার সাথে কারখানাটিকে আড়াই লক্ষ টাকা জরিমানা করে ভাম্যমান আদালত।


আজ সকালে বিএসটিআর ভাম্যমান আদালত অভিযানটি চালায় 






পুরান ঢাকায় বাসা বাড়ি থেকে এগুলো নকল তেল উৎপাদন করতিছে এই কারখানা । বিদেশী কাগজে মুড়ে বেশি তেল বিদেশী বলে তারা চালিয়ে দিচ্ছে । 




খবর পেয়ে বিএসটিআর ভাম্যমান আদালত উপস্থিত হয় সেই কারখানাতে । ভিন্ন ভিন্ন ব্র্যান্ড এর নাম দিয়ে স্ট্রিককের বানিয়ে তারা দেশি তেল বাজার জাত করতিছে । এগুলো তেল বাজার জাত করার সময় আটক করা হয় ৫ জনকে হাতেনাতে।




চক্ক্রটি দীঘদিন ধরে এইসব বিদেশী কাগজে মোড়ানো তেল বাজার জাত করে আসতিছে । এই কারখানায় প্যারাসুট, ডাবুর, আমলা, কুমারিকা ব্রান্ডের কাগজে মুড়ে বাজার জাত করে আসতিছে ।  দেশি তেলে কিছু রং মিশিয়ে বাজারে ভিন্ন ভিন্ন ব্র্যান্ড এর মানুষদের প্রতারিত করে আসতিছে । 



আরও সংবাদ দেখুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম