স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমান আদালত ও RAB ৩০ লাখ টাকা জরিমানা করেছে। অনিয়মের দায়ে রাজধানীর মালিবাগে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে|
দুপুর থেকে অভিযান চালিয়ে এগুলো রিএজেন্ট ও স্টেট কিট উদ্ধার করা হয় । ৭ দিন সময় দেওয়া হয়েছে তাদেরকে এগুলো সব মেয়াদোত্তীর্ন মেডিসেন যদি আবারো ব্যবহার করে তাহলে আইনি বাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভ্যামমান আদালত । মেয়াদোত্তীর্ন রিএজেন্ট ও স্টেট কিট উদ্ধার করা হয়।
করোনা ভাইরাস এর রোগীদের মেয়াদোত্তীর্ন স্টেট কিট পরিক্ষা করা হচ্ছে এই হাসপাতালে। সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এভাবে হয়েছে আসছে অনেক অনিয়ম।
helpful news
উত্তরমুছুন