সামগ্রী মেয়াদ উত্তীর্ণের পর নতুন তারিখ লাগিয়ে কসমেটিকস বিক্রয় করতিছে চক্রটি । উপ্র হাঙ্কেল এর মতো নামিদামি বিভিন্ন বিদেশী কোম্পানির মেয়াদহীনের তারিখ পরিবর্তন করে বিক্ক্রির সাথে জড়িত থাকার দায়ে রাজধানীর ভাটারা থেকে ৫ জনকে গ্রেফতার করেছে সিআইডি।
মেয়াদহীন এসব পুন্য দেশের বিভিন্ন জায়গায় বিক্ক্রি করা হয় বলে জানিয়েছেন সিআইডি । এদিকে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পেয়েছে অনেক পরিমান । তারা জানিয়েছে বিভিন্ন জায়গা থেকে এসব মেয়াদ উত্তীর্ণ জিনিস তারা নিয়ে আসে। তারা প্রোডাক্ট এগুলো কম দামে নিয়ে এসে তারিখ পরিবর্তন করে বিক্ক্রি করে বলে জানিয়েছেন সিআইডি।