মোবাইল চুরির অভিযোগে গাজীপুরে এক যুবকের প্রাণহানির অভিযোগ । ইস্থানীয়রা জানাই মোবাইল চুরির অভিযোগে বুধবার রাতে মারধুর করে বাড়ির মালিক ও ইস্থানীয় মনির হোসেন । ঘরের দরজায় তালা ঝুলানো বৃহস্প্রতিবার সকালে তার ছোট ভাই ডাকতে আসে দাখে। বাড়িওয়ালার বৌকে ডেকে এনে ঘরের দরজা খুলে দেখে বড় ভাই মৃত।
মৃত ব্যক্তির স্ত্রী বলে আমার স্বামীকে তারা মোবাইল চুরির মিথ্যা অপবাদে নির্মম প্রহার করে হত্যা করেছে। এবং তার বাবার ও একই অভিযোগ, মোবাইল চুরির অপবাদ দিয়ে তারা পিটিয়ে হত্যা করে আমার ছেলেকে।