স্থানীয়রা জানাই ৩ বছর আগেই নির্মাণ হয় বহুতল ভবনটি । বন্যায় দেশের উপকূলবর্তী এলাকায় তীব্র হয়েছে ভাঙ্গন বরিশালের মেহেন্দিগঞ্জ এর ভাঙ্গনের কবলে পরে বিলীন হয়েছে একটি স্কুলভবন । চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কিছুদিন ধরে ভাঙছিল নদীতীরবর্তী সেই গ্রাসে পড়েছে শ্রীপুরী ইউনিয়ন একটু একটু করে নদীগর্ভে চলে গেছে।
ভাঙ্গন দেখা দিলে বালুর বস্তা ফেলেও শেষ রক্ষা হয়নি । স্থানীয়রা জানাই স্কুলে শিক্ষাব্যাবস্থা অনেক ভালো ছিল কিন্তু এখন সেই স্কুলভবন তোড়ে গেছে পানির মাঝে।