কুয়েতে ধামরাইয়ের মা ও মেয়ে খুন হয়েছেন দুর্বৃত্তদের হাতে । জিলিব আল-সুয়েখ এলাকার থাকতেন তারা একটি বাড়িতে নিচতলা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার । নিহতরা সম্পর্কে মা ও মেয়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসেনি বলে জানিয়েছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর। মা ও মেয়েকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র ব্যবহার করে খুন করা হয়েছে।
স্বজন ও এলাকাবাসীর দাবি সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে আনার। এর আগে এ পরিবারের বড় ছেলেকেও হত্যা করে দুর্বৃত্তরা। মিঃ আনিস বলেন, লাশের ময়নাতদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। আমরা প্রবাসীরা আশা করি কুয়েতের সকল আইন কানুন মেনে চলে। কুয়েতে পাপলু কান্ডে যখন হতাশায় ভুগছেন ও অবস্থানরত বাংলাদেশীরা এমনিতে বিভিন্ন ক্রাইম , তখন আবারো খুনের ঘটনায় হতবাক সবাই.প্রবাসী নিজেকে প্রত্যেক ও বাংলাদেশকে নিরাপদ ও সম্মানিত করিবে।