ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে নানা স্থানে সমাবেশ ও মানববন্ধন। গত আট মাসে ১ হাজার ৯৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এটা শুধু নথিভুক্ত ধর্ষণের ঘটনা। ধর্ষণ এখন মহামারি আকার ধারণ করেছে। বিচারহীনতার জন্যই এ ঘটনা ঘটছে। সরকারকে তাই এ ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিয়ে দ্রুত বিচার আইনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সেই সঙ্গে ধর্ষণের মামলা জামিনের অযোগ্য করতে হবে। বগুড়ায় নারী ও শিশু নির্যতনের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে দৈনিক সমকালের পাঠক ফোরাম সুহৃদ সমাবেশ। সকালে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
গত মাসের শেষ সপ্তাহে পার্বত্য জেলা খাগড়াছড়িতে এক প্রতিবন্ধী চাকমা তরুণীকে ধর্ষণের পর প্রতিবাদের মধ্যেই দেশজুড়ে আলোচনায় আসে সিলেট এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া তরুণীকে ছাত্রাবাসে নিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনা। এরপর রোববার রাতে নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে ঘরে ঢুকে বিবস্ত্র করে নির্যাতন এবং ধর্ষণ চেষ্টার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। বিগত সময়ে ঘটে যাওয়া সকল ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজার দাবিতে গতকাল সোমবার থেকে দেশের বিভিন্ন জেলায় শুরু হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ‘ধর্ষিত সমাজ আর কত? ধর্ষক তৈরির সিস্টেম পাল্টাও, অপরাধীর প্রশ্রয় দেয়া বন্ধ করুন, নিরাপদ দেশ চাই, নারী কোন পণ্য নয়, প্রতিবাদ নয় প্রতিকার চাই, নারীর প্রতি সহিংসতা বন্ধ করুন, নারীদের নিরাপত্তা কোথায়?’ ইত্যাদি প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন তারা।