যাবেন নাকি রংপুরের মঙ্গল গ্রহে?



চারপাশে কত বিচিত্র দৃশ্যই না চোখে পড়ে। দেয়াল, সাইনবোর্ড, অটোরিকশার দরজা কিংবা ট্রাকের গায়ে লেখা থাকে অমূল্য সব বাণী। বানান ভুলের নমুনাও চোখে পড়ে অহরহ। চোখের পলকে ঘটে যাওয়া বিচিত্র কোনো দৃশ্য হয়ে ওঠে হাসির কারণ। এমন মজার ছবি তুলে থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের ঠিকানায়। যত্ন করে আপলোড করা হবে ‘একটু থামুন’ বিভাগে। ই-মেইল করতে পারেন আপনার নাম, মুঠোফোন নম্বর, ঠিকানাসহ: ektuthamun@prothomalo.com


1.

ছবি: নাফিস রায়হান, দলগ্রাম, কালীগঞ্জ, লালমনিরহাট







2.

ছবি: শহিদুল ইসলাম, ঢাকা

ছবি: শহিদুল ইসলাম, ঢাকা


3.

ছবি: তানভীর অর্ণব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়

ছবি: তানভীর অর্ণব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়



4.

ছবি: মো. আশরাফুল শেখ, সদর, মৌলভীবাজার

ছবি: মো. আশরাফুল শেখ, সদর, মৌলভীবাজার


5.

যাবেন নাকি রংপুরের মঙ্গল গ্রহে?


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম