শয়তান কি খায়? কোথায় ঘুমায়?
জিনদের খাদ্য পানি এবং আবাসন সম্পর্কে আজকের আলোচনা। আমাদের খাদ্য যেরকম আছে তাদেরও খাদ্য আছে কিনা থাকলে কি কি খায় তারা আমাদের যেরকম থাকার ঘর বাড়ি আছে আমরা বিল্ডিং দালানকোঠা করি তারপরে দেখি নাকে কৈরালা এবং তারা কি পান করে? এ প্রসঙ্গে কোরআন হাদিসে বেশ কিছু বর্ণনা পাওয়া যায় যে বাংলা থেকে আমরা জানতে পারি যে জ্বীনরা আমরা যেরকম খেয়ে-পড়ে বেঁচে থাকি তাদেরও কি আছে খাদ্য আছে তাদেরও পানি আছে আমরা যেরকম বসবাস করি তাদের বসবাসের জায়গা আছে তবে কিছুটা ব্যতিক্রম। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, বান্দা যখন বাসায় ঢোকার সময় ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ না বলে তখন শয়তানদের দলনেতা বলে, আজকে এই বাড়িতে ঢুকে রাত্রে শোয়ার ব্যবস্থা তোমাদের হয়ে গেল বিনা ভাড়ায় এ বাড়িতে থাকতে পারলা কারন লোকটা বাসায় ঢোকার সময় কি পড়েনা বিসমিল্লাহ, তার রুমে তার বাসায় ঢোকার সময় যখন বিসমিল্লাহ না বলে তখন তার সঙ্গে শয়তান ঢুকে সহকারে শুধু ঢুকে শোয়ার জন্য না তার সঙ্গে খাওয়ায়, সব খানে অংশগ্রহণ করে খায় মানুষ বিসমিল্লাহ না বলে তার সঙ্গে শয়তানও অদৃশ্যভাবে সেটা শেয়ার করতে পারে।
অন্য পোস্ট: নারী হয়েও রাসুলের পরিবারে আর্থিক সচ্ছলতায় একক অবদান খাদিজার (রাঃ)
বাসায় ঢোকার সময় যখন বিসমিল্লাহ না বলে তখন শয়তানও প্রবেশ করে তাদের শয়তানের খাবারের মেনু আমরা পেয়ে গেলাম সেটা হলো যে খাবারে বিসমিল্লাহ বলা হয় না ওই খাবারের শয়তান অন্তর্ভুক্ত হয়ে সেখানে এসে যোগ দেয়। শয়তানের খাবার পছন্দের উপর আরেকটি বলেছেন, কোন ব্যক্তি যদি কোন হাড্ডি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলা ওই হাড্ডিতে গোশতের ব্যবস্থা করে দেন যেটা আমরা দেখি না সেটা দেখে দেখে ওখান থেকে তারা খেতে পারে এজন্য আমরা যে হাড্ডিগুলো ফেলে দিই এইগুলা হাদিসের আলোকে বুঝা গেল কাদের খাবার খাবা তারা সেখান থেকে খায় কিন্তু সেটা আমরা দেখি নামাজ পড়তে পারিনি এরকম জ্বীনদের খাবার প্রসঙ্গে আরও বিভিন্ন আয়াত ও হাদিস পাওয়া যায় যে গুলো থেকে বুঝা যায় যে আমাদের মত খায় খাদ্য গ্রহণ করে আর বসবাসের জন্য আমাদের মত আলাদা ঘরবাড়ি নির্মাণ করা লাগে না বরং তারা যেকোন যায়গায় যেকোন জায়গা থাকতে পারে এমনকি আমাদের বাসা বাড়ি। তো আমাদের সঙ্গে কি করতে পারে থাকতে পারে এরপর আসা যাক জেন্দের বিয়ে-শাদী এবং বংশবিস্তার প্রসঙ্গে আমরা যেরকম বিয়ে-শাদী করি তাদেরও বিয়ে-শাদী হয়
শয়তানের বংশবিস্তার হয়?
আমাদের যে রকম ছেলে মেয়ে হয় বংশবৃদ্ধি হয় এরকম সন্তানাদি বাড়ে কিনা? এই প্রসঙ্গে কোরআনের একটি আয়াত সূরা আর রহমান এর উল্লেখযোগ্য আল্লাহ তালা বলেছেন।
জান্নাতী হুর
জান্নাতের হুরদের প্রসঙ্গে আলোচনা করতে গেলে বলছেন জান্নাতীদেরকে জীবনসঙ্গী হিসেবে যে সমস্ত ফুরালে সমাধান করবেন জান্নাতে তারা এমন হবেন তাদের বৈশিষ্ট্য এই লামিয়া তুমি অন্যরকম ওই জান্নাতি ব্যক্তি ছাড়া ইতিপূর্বে তাদেরকে পৃথিবীর যা সৃষ্টি জগতের কোন মানুষ এমনকি কোনদিন কেউ তাদেরকে স্পর্শ করেনি তাদের সাথে মিলিত হয়নি অর্থাৎ কুমারী থাকবে। তাদের মতোই তারাও সহবাস করে এবং তাদেরও স্ত্রী প্রয়োজন হয় এবং তাদের মধ্যেই আছে 15 তলা সমুদ্র বলেছেন আপাতত শুধু নাপা দুনিয়া আমি শয়তান এবং তার বাহিনীকে তার সন্তানদেরকে অভিভাবক বানাবে আমাকে ছাড়া এ থেকে বুঝা গেল সন্তান শয়তানের কি আছে সন্তানাদি আছে কাল জরুরী আমাদের সন্তান তার সন্তানদেরকে সন্তান সন্তানের বংশধরদের অনুকরণ করবে তাদেরকে তাদের কি আছে ভাই আমাদের মত এরকম স্বামী স্ত্রী মিলনের মাধ্যমেই হয় না অন্য কোন প্রক্রিয়া আমাকে জিজ্ঞাসা করছে তখন ইমাম সাহেবের, যে তুমি এমন এক বিয়ে সম্পর্কে জিজ্ঞাসা করছে আমার বউ সম্পর্কে জিজ্ঞাসা করতো যে বিয়েতে আমি ছিলাম না তার মানে তিনি তাঁর একথাটা বুঝিয়েছেন যে যেহেতু বংশবিস্তার হয় ইবলিশের শয়তানের জিনদের তাহলে তাদের কি আছে অবশ্যই স্ত্রী আছে বিশিষ্টতা আমি। মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, যে দিন এর মাধ্যমে জ্বীনরা বংশবিস্তার করে থাকে এবং কোন কোন বর্ণ নয় এতে ইঙ্গিত পাওয়া যায় বিষয় আর কোন কোন আলেম বলেছেন যে জিনদেরকে আল্লাহ তালা এমন এক স্বয়ংক্রিয় ব্যবস্থা দিয়েছেন যে তার শরীরের অন্য অংশের সঙ্গে মিলিত করার মাধ্যমে সে বহু সন্তানের জন্ম দিয়ে থাকে।
জিন দেখতে কামন?
তবে এর কোন উক্তিগুলোয় কোন রং বিশদ্ধ হাদিস দ্বারা পরিষ্কার ভাবে প্রমানিত হয় না বিধায় আমরা বলব জিন আছে এবং তাদের মিলন হয় কোন খাত থেকে বুঝা যায় তবে তাদের বংশ বিস্তারের মূল প্রক্রিয়া পদ্ধতিকে হুবহু আমাদের মতই না ব্যতিক্রম কিছু আছে এ সম্পর্কে আল্লাহ সব চেয়ে ভাল জানেন। এর শক্তি এবং দুর্বলতা প্রসঙ্গে কে পারে আর কে পারেনা জিনদের শক্তি বৈশিষ্ট্য এবং ক্ষমতার দিক হলো তারা দ্রুত যেকোনো জায়গায় চলে যেতে পারে বিশেষ করে প্রথম কিচেনের জিনিস দিতে আসছে বাতাসের সাথে যারা মিশে থাকে তারা যেকোন জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে খুব দ্রুত এটা একটা তাদের ক্ষমতা তাদের আরেকটা ক্ষমতার দিক হল যে কোন আকৃতি ধারণ করতে পারে সাধারণ জিনেরা হবে মনে মনে হয় মামলার মধ্যে যেকোনো জিনিস যে কোন আকৃতি ধারণ করতে পারে। অনেক গবেষকরা বলেছেন না বিশেষ শ্রেণীর যে তারা যে কোন আকৃতি বিড়াল কুকুর মানুষ যে কোনো মানুষের বা অন্য কোন কিছুর আকৃতি ধারণ করতে পারে।
এটা তাদের একটা ক্ষমতা তাদের মধ্যে দিক হলো জিনদের একটা বিশেষ শ্রেণীর জিন তারা অনেক বড় বড় স্থাপনা নির্মাণ করতে পারে আরেকটা তাদের ক্ষমতার দিক হলো তারা মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে। এই ক্ষমতা দিয়েছেন মানুষের উপর চেপে বসতে পারেন পৌঁছে পুরা মানুষকে তার কন্ট্রোল এসে নিয়ে যেতে পার। এই ক্ষমতার তাদেরকে দিয়ে রাখছে এরপর আসে তাদের দুর্বলতা দুর্বলতার কথা বলছি যারা আকাশের দিকে উঠে গায়েবের কথাগুলোকে চুরি করার জন্য এদের দুর্বলতার দিক হল বিশেষ সীমার পরে তারা অতিক্রম করতে পারে না। আল্লাহ তালা কিছু তারকা সৃষ্টি করেছেন তাদেরকে নিক্ষেপ করে হবার জন্য তাহলে এটা দুর্বলতা দিক যে তারা চাইলে যেকোনো জায়গায় চলে যেতে পারে না তাদের দুর্বল তারা অনেক অলৌকিক অনেক আশ্চর্যজনক কিছু করে দেখাতে পারে আমাদেরকে কিন্তু তারা নবীদের মোজেজা দেখাইতে পারে না নবীদের মোজেজা এমন যে তার কোনো বিকল্প হয় না তার কোনো বিকল্প কেউ সৃষ্টি করতে পারে না এরকম মনোবিদের মোজেজা দেখায় যে তারা পারেন।
জিনের দুর্বলতা
এটা তার দুর্বলতার দিককার এবং ভালো সব মানুষদের কে খুব ভয় পায় আমলি নামাজি এবং জিকির করা মানুষ দ্বীনদার মানুষ মুখটা কি পরিষ্কার মানুষকে তারা প্রচন্ড ভয় পায়। তাদের দুর্বলতা এত পাওয়ার থাকা সম্পর্ক তাদেরকে খুব ভয় পায় আরেকটা দুর্বল আল্লাহ বলেছেন কোরআনে ইন্নাকা হানিফা শয়তানের চক্রান্ত করে না মানুষকে পথভ্রষ্ট করার জন্য, যে চক্রান্ত থাকে আল্লাহ বলেছেন শয়তানের চক্রান্ত হল দন্ত দুর্বল তাহলে শয়তান যত লম্ফঝম্পও করুক আর যত বড় বড় চক্রান্তেই করুক না কেন এগুলো আসলে খুবই ছোট এবং দুর্বল মানুষ টাই নাই সে চক্রান্ত নস্যাৎ করে দিতে পারো শয়তানের দুর্বলতার সবচেয়ে বড় হয়।