টেলিটক নাম্বার দেখার উপায় ২০২২ - Teletalk number check Code

টেলিটক নাম্বার দেখার উপায় ২০২২ - Teletalk number check Code: টেলিটকের স্লোগান হলো টেলিটক আমাদের ফোন এটি মূলত বাংলাদেশেরই একমাত্র নিজস্ব সিম কম্পানি। আপনারা যারা টেলিটক সিম ব্যবহার করেন তারা টেলিটক নাম্বার দেখার উপায় সম্পর্কে জেনে নিন। আজকে আপনাদের সাথে শেয়ার করব টেলিটক সিমের নাম্বার, ব্যালেন্স চেক এবং অফার সমুহ কিভাবে আপনি খুব সহজেই বের করবেন।






টেলিটক নাম্বার দেখার উপায় নতুন উপায় ২০২২


টেলিটক নাম্বার এখন আর ডায়াল কোড মাধ্যমে দেখা যাচ্ছে না। তাই নতুন যে উপায়ে সেটি হলো এখন আপনাকে মেসেজ করে তারপরে আপনার টেলিটক নাম্বার টি দেখতে হবে। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন বড় হাতের P লিখুন এরপর সেন্ড করুন 154 এই নাম্বারে যখনই এই নাম্বারে মেসেজ সেন্ড করবেন এরপর ফিরতি মেসেজে আপনার টেলিটক নাম্বার চলে আসবে।





টেলিটক নাম্বার, ব্যালেন্স ও এমবি চেক দেখার উপায় ২০২২


নিচের কোড গুলি ডায়াল করে নাম্বার, ব্যালেন্স ও এমবি চেক করে নিতে পারবেন।


টেলিটক সিমের নাম্বার চেক করার জন্য দুটি উপায় অবলম্বন করতে পারেন প্রথমটি হলো ডায়াল কোড ব্যবহার করে ডায়াল কোড *551# এবং অন্যটি হলো মেসেজ টাইপ করে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন Tar তারপর send to 222।


 

 টেলিটক সিমের ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *152#।

 

 টেলিটক সিমের এমবি জানার জন্য ডায়াল করতে হবে *152#  অথবা *111# এবং

 

টেলিটক সিমের বিভিন্ন অফার সমূহ জানার জন্য ঠিক একই কোড ডায়াল করে জানতে পারবেন কোডটি হল *111# ।

 

 

রিচার্জ করতে *১৫১* গোপন নাম্বার #

মিনিট চেক: *152#

টেলিটক সিমের কাস্টমার কেয়ার নাম্বার 121 এবং যেকোনো অপারেটর থেকে ডায়াল করুন ০১৫৫-০১৫৭৭৫০ থেকে ৬০ ।






টেলিটক সিমের নাম্বার কিভাবে বের করতে হয়?


উপরে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে যদি আপনি টেলিটক ভুলে যাওয়া সিমের নাম্বার বের করতে ব্যর্থ হন তাহলে আপনারা আপনাদের ফোনের ম্যাসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পরে আপনারা টাইপ করবেন W । তারপরে সেই টাইপ করে মেসেজ আপনার পাঠিয়ে দেবেন 321 নাম্বারে। এভাবে আপনাদের ফোনে ফিরতি এসএমএসে আপনাদের ভুলে যাওয়া টেলিটক নাম্বার জানিয়ে দেওয়া হবে।






টেলিটক নাম্বার দেখার উপায় ২০২২


আপনারা আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। এই পদ্ধতি অবলম্বন করার জন্য আপনাদের আবার ওই মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন whoIam । তারপরে আপনাদের টাইপ করে মেসেজ আবারো পাঠিয়ে দিবেন আপনাদের তেলেটক সিম থেকে ৩২১ নাম্বারে।





একটি কোড ডায়ালের মাধ্যমে টেলিটক সিমের নাম্বার পাওয়া যায়। তবে মাঝে মাঝে কোড ডায়ালের মাধ্যমে নাম্বার দেখার পদ্ধতি কাজ করে না তখন অন্য পদ্ধতি অবলম্বন করতে হয়।






টেলিটক নাম্বার দেখার উপায়


কোড ডায়াল করে টেলিটক সিমের নাম্বার দেখার জন্য আপনার মোবাইল থেকে ডায়াল প্যাড এ গিয়ে চলে যাবেন এবং ডায়াল করবেন *551# একটু পরে একটা পপ আপ উইন্ডো আসবে সেখানে আপনার টেলিটক সিমের নাম্বার টা লেখা থাকবে।





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম