ফরজ নামাজের পর ১০ করণীয় - ফরজ নামাজের পর নবীজির আমল

ফরজ সালাতের পর রাসুল (সা.) বিভিন্ন দোয়া ও আমল করতেন। সাহাবায়ে কেরামকেও তা করতে উদ্বুদ্ধ করতেন। ক্ষেত্রবিশেষ নির্দেশও করতেন। বিশুদ্ধভাবে বর্ণিত এমন ১০টি আমল নিয়েই এ লেখা।

 
ফরজ নামাজের পর ১০ করণীয় - ফরজ নামাজের পর নবীজির আমল


ফরজ নামাজের পর যেসব আমল করবেন


১। সালাম ফেরানোর পরে কিছুটা সশব্দে ১ বার ‘আল্লাহু আকবার’ বলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, ‘আমি তাকবির (আল্লাহু আকবার) দ্বারা রাসুলুল্লাহ (সা.)-এর নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম।’ (বুখারি ও মুসলিম)


২। প্রত্যেক ফরজ নামাজের পর ৩ বার ইস্তেগফার (আস্তাগফিরুল্লাহ) পাঠ করা। সাওবান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: ‘রাসুলুল্লাহ (সা.) যখন তার সালাত শেষ করতেন, তিনবার ইস্তেগফার করতেন।’ (মুসলিম: ১৩৬২)


৩। প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা, আল্লাহুম্মা, আনতাস-সালাম, ওয়ামিনকাস-সালাম, তাবারাকতা ইয়াজাল-জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ হে আল্লাহ, তুমিই শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকেই শান্তি আসে। তুমি বরকতময়, হে মহৎ ও সম্মানের অধিকারী।


সাওবান (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) যখন তার সালাত শেষ করে তিনি এ দোয়াটি পড়তেন।’ (মুসলিম: ১৩৬২)


৪। প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা: ‘আল্লা-হুম্মা আ‘ইন্নি আলা যিকরিকা ওয়াশুকরিকা ওয়াহুসনি ইবা-দাতিক।’ অর্থাৎ হে আল্লাহ! তোমার জিকির করার, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তমরূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য কর। (আবু দাউদ: ১৫২৪)


৫। প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়া। আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না।’ (ইমাম নাসায়ির দিন-রাত্রির আমল: ১০০) অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে জান্নাতের আরাম-আয়েশ ভোগ করতে থাকবে।


৬। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। অর্থাৎ— আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নেই। তিনি একক, তার কোনো অংশীদার নেই। রাজত্ব তারই এবং প্রশংসাও তারই প্রাপ্য, তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।


মুগিরা ইবনু শুবা (রা.) মুআবিয়া (রা.)-কে লিখে পাঠান যে, রাসুলুল্লাহ (সা.) সালাত শেষে সালাম ফিরিয়ে এ দোয়া পড়তেন। (বুখারি: ৮৪৪)


৭। প্রত্যেক ফরজ নামাজের পর তিন তাসবিহর আমল করা। রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেয়া হবে।’ (মুসলিম : ১৩৮০)


৮। প্রত্যেক ফরজ নামাজের পর রাসুল (সা.) আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন: আল্লাহুম্মা! ইন্নি আউযুবিকা, মিনাল যুবনি, ও আউযুবিকা মিন আন উরদ্দা ইলা আরযালিল উমুরি ওয়া আউযুবিকা মিন ফিতনাতিদ-দুনইয়া ওয়া আউযুবিকা মিন আযাবিল কবারি। অর্থাৎ— হে আল্লাহ! আমি ভীরুতা, অতি বার্ধক্য, দুনিয়ার ফেতনা ও কবরের আজাব থেকে আপনার নিকট পানাহ চাই। (বুখারি: ২৬৬৭)


৯। ফজরের নামাজের পর ১০০ বার সুবহানাল্লাহ ও ১০০ বার লা-ইলাহা ইল্লাল্লাহ বলা।

রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি ফজর নামাজের পরে ১০০ বার সুবহানাল্লাহ ও ১০০ বার লা-ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার পেছনের সব গোনাহ মাফ করে দেয়া হবে, যদিও তার গোনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়।’ (ইমাম নাসায়ির দিন-রাত্রির আমল: ১৪০)


১০। প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার পাঠ করা: আল্লাহুম্মা! ইন্নি আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযুবিকা মিন আযাবিল কবরি, লা-ইলাহা ইল্লা আনতা। অর্থাৎ হে আল্লাহ! আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি, কুফরি ও দারিদ্র্য থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি, কবরের আজাব থেকে। তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। (নাসাঈ: ১৩৪৭)






ট্যাগঃ যে ৩ আমল বেশি করার নির্দেশ দিয়েছেন বিশ্বনবি, ফরজ নামাজের পর প্রয়োজনীয় কিছু আমল, ফরজ নামাজের পর প্রয়োজনীয় কিছু আমল, ফরজ নামাজ পরবর্তী জিকির ও দোয়াসমূহ, ফরজ নামাজের পর পড়ার দোয়া, ফরজ নামাজের পর যেসব আমল করবেন, ফজরের পর যে আমল করবেন, প্রত্যেক ফরজ নামাজের পর যে আমলগুলো করবেন, ফরজ নামাজের পর নবীজির আমল, ফরজ নামাজের পর জিকির সমূহ pdf, প্রত্যেক ফরজ নামাজের পর কোন দোয়া পড়তে হয়, যোহরের নামাজের পর আমল, ফজর ও মাগরিবের নামাজের পর আমল, ফরজ নামাজের পর তাসবিহ সমূহ, পাঁচ ওয়াক্ত নামাজের পর আমল, ফজর নামাজের পর রাসুল সঃ কি আমল করতে,

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম