সব সিমের নাম্বার দেখার কোড 2022: আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকি আর এই ফোন এ কল আসার জন্য প্রয়োজন হয় সিম। আমরা আমাদের প্রয়োজনে আলাদা আলাদা সিম (বাংলালিংক, রবি, টেলিটক, গ্রামীণফোন, এয়ারটেল) ব্যবহার করে থাকি।
আমরা অনেক সময় আমাদের নতুন নাম্বার নেওয়ার ক্ষেত্রে নাম্বারটি ভুলে যায় সে ক্ষেত্রে আমাদের নাম্বারটি জানার প্রয়োজন দেখা দেয়। কিভাবে আপনি আপনার নতুন বা পুরনো সিমের নাম্বার চেক করবেন বা ডায়াল কোড এর মাধ্যমে আপনার সিম রয়েছে সেই সিমের নাম্বার জানবেন তা নিয়ে আজকের আলোচনা এবং আপনাদের জানাব কোন কোড এর মাধ্যমে সিমের নাম্বার চেক করবেন। আপনারা আপনার ফোনের ডায়াল প্যাড ব্যবহার করে বিভিন্ন সিমের নাম্বার জানতে পারবেন।
সব সিমের নাম্বার দেখার কোড 2022 - All Sim Number Check Code 2022
আপনার সিমের নাম্বার দেখার জন্য প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাড থেকে নিচের কোডগুলো ডায়াল করে আপনার কাঙ্খিত সিমের নাম্বার জেনে নিন।
গ্রামীণফোন নাম্বার চেক করার কোড | All Sim Number Check Code 2022
গ্রামীণফোন সিমের নাম্বার দেখার জন্য আপনার ফোন থেকে ডায়াল করুন *2# (GP Number Check Code)। আপনি সঠিকভাবে করতে ডায়াল করার পর আপনার কাঙ্খিত জিপি ফোনের নাম্বারটি পেয়ে যাবেন।
বাংলালিংক নাম্বার চেক করার কোড | All Sim Number Check Code 2022
বাংলালিংক সিমের নাম্বার জানার জন্য আপনার ফোন থেকে ডায়াল করুন *511# (Banglalink Number Check Code)। ডায়াল করার পর সাথে সাথে আপনার বাংলালিংক সিমের নাম্বার দেখতে পাবেন।
রবি নাম্বার দেখার নিয়ম | All Sim Number Check Code 2022
রবি সিমের নাম্বার দেখার জন্যে আপনার ফোন থেকে ডায়াল করুন *2# (Robi Number Check Code)। এই কোডটি ডায়াল করার সাথে সাথে আপনি আপনার রবি সিমের নাম্বার দেখতে পাবেন।
এয়ারটেল নাম্বার দেখার কোড | All Sim Number Check Code 2022
আপনার এয়ারটেল সিমের নাম্বার দেখার জন্য আপনার ফোন থেকে ডায়াল করুন *2# ( Airtel number check code)। সঠিকভাবে ডায়াল করার সাথে সাথে আপনি আপনার এয়ারটেল নাম্বার দেখতে পাবেন।
টেলিটক নাম্বার দেখার কোড | All Sim Number Check Code 2022
টেলিটক সিমের নাম্বার জানার জন্য আপনার ফোন থেকে ডায়াল করুন *551# (Teletalk Number Check Code) । এরপরও যদি টেলিটক নাম্বার দেখতে কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে আমাদের টেলিটক নিয়ে আরেকটি পোস্ট করা হয়েছে সেই পোষ্টটি দেখে আপনি আপনার টেলিটক নাম্বার দেখে নিন।
সিটিসেল নাম্বার দেখার কোড | All Sim Number Check Code 2022
সিটিসেল সিমের নাম্বার জানার জন্য আপনার ফোন থেকে আপনার ফোনের মেসেজ অপশন থেকে টাইপ করুন MDN তারপর পাঠিয়ে দিন এই নাম্বার এ 7678
সকল সিমের নাম্বার দেখার জন্য সব কোড এই পোষ্টে দেওয়া রয়েছে এরপর যদি আপনার কোন সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এই পোষ্টের নিচে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন
Your Code
You have to wait 30 seconds.