সকল সিমের কাস্টমার কেয়ার নাম্বার: আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের যে সিম ব্যবহার করি সেই সিমে কোনরকম সমস্যা হলে তার জন্য আমাদের প্রয়োজন পড়ে সিম কোম্পানির সাথে কথা বলার জন্য। আর সিম কোম্পানির সাথে কথা বলার জন্য তাদের নাম্বারটা আসলে কোথায় পাবো সেই নাম্বার গুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, তো আশা করি পোস্টটি আপনাদের কাজে আসবে।
সকল সিমের কাস্টমার কেয়ার নাম্বার ২০২২ - All Sim Customer Care Number BD
সিমের বিভিন্ন সমস্যার কারনে আমাদেরকে কাস্টমার কেয়ারে কল করতে হয়। কাস্টমার কেয়ারে যারা আসলে চাকুরি করে তারা আসলে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে যার কারণে খুব সহজেই আপনার সমস্যাটি তারা বুঝতে পারে এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করে। চলুন পর্যায়ক্রমে আমি আপনাদেরকে সকল সিমের কাস্টমার কেয়ার এর নাম্বার গুলি নিচে তুলে ধরছি।
বাংলালিংক সরাসরি কাস্টমার কেয়ার নাম্বার - Banglalink Customer Care Number
বাংলালিংক কাস্টমার কেয়ার একটি চমৎকার সার্ভিস প্রদান করে থাকে তারা দিন-রাত 24 ঘণ্টাই আপনার সার্ভিস প্রোভাইড করে থাকে। তারা সবসময় চেষ্টা করে গ্রাহকদের যে চাহিদা মেটানোর জন্য বাংলালিংক কাস্টমার কেয়ারে কথা বলার জন্য আপনি চাইলে সরাসরি এই ফোন নাম্বারটি - 01911304121 ব্যবহার করতে পারেন অথবা আপনি 121 এ কল করে তাদের নির্দেশনা অনুসরণ করে আপনার সমস্যাটি তাদের সাথে তুলে ধরতে পারেন। তুলে ধরার কিছুসময়ের পরেই আশাকরি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে।
সরাসরি গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার - GP Customer Care Number
গ্রামীণফোন বাংলাদেশের ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটি সিম কোম্পানি । গ্রামীণফোন সবসময় তাদের গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে তাদের সার্ভিস খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করতেছে এবং কাস্টমার কেয়ারে যারা কাজ করে তারাও খুব দক্ষতার সাথে চেষ্টা করে আপনার সমস্যাটি সমাধান করার জন্য। আপনি যদি গ্রামীণফোন কাস্টমার কেয়ারে সরাসরি নাম্বারে কথা বলতে চান তাহলে এই নাম্বারটিতে কল দিবেন - 01711594594 অথবা আপনি চাইলে 121 কথা বলে তাদের নির্দেশনা ফলো করে আপনি আপনার সমস্যাটি তুলে ধরতে পারেন । কিছু সময় পর আশাকরি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে।
এয়ারটেল সিমের কাস্টমার কেয়ার নাম্বার - Airtel BD customer care
এয়ারটেল সিম কোম্পানি বর্তমানে বাংলাদেশে খুব ভালোভাবেই প্রতিযোগিতায় টিকে রয়েছে। এয়ারটেল সিম কোম্পানি চেষ্টা করতেছে তাদের গ্রাহকদের ভাল সার্ভিস দেওয়ার জন্য।
তাদের সার্ভিস দিন-রাত চব্বিশ ঘন্টাই খোলা থাকে । এয়ারটেল সিমের কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কথা বলার জন্য এই নাম্বারে ফোন দিবেন - 01678600786 অথবা আপনি 121 কল দিয়ে তাদের নির্দেশনা অনুসরন করুন এবং তাদের সাথে কথা বলে আপনার সমস্যাটি সমাধান করে নিন।
কাস্টমার কেয়ার নাম্বার রবি - Robi Customer Care Number
রবি সিম কোম্পানি স্লোগান হলো জ্বলে উঠুন আপন শক্তিতে । রবি কোম্পানি বর্তমানে অন্যান্য সিম কোম্পানির সাথে তাল মিলিয়ে চেষ্টা করতেছে সবার উপরে যাওয়ার জন্য। রবি কোম্পানির কাস্টমার কেয়ার এর সাথে সরাসরি কথা বলার জন্য আপনি এই নাম্বারে ফোন করুন 01819400400 অথবা 121 ফোন করে তাদের নির্দেশনা শুনে তারপর তাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটির সমাধান করে নিন।
টেলিটক সিমের কাস্টমার কেয়ার নাম্বার - Teletalk Customer Care Number
টেলিটক বাংলাদেশের একমাত্র নিজেদের সিম কোম্পানি। টেলিটক কোম্পানিটি মূলত একটু পিছিয়ে রয়েছে অন্যান্য সিম কোম্পানির তুলনায়। যাই হোক আপনি যদি টেলিটক কাস্টমার কেয়ার সরাসরি কথা বলতে চান তাহলে আপনি এই নাম্বারে ফোন করুন - 01500121121, 01550157750, 01550157760 অথবা আপনি 121 এ ফোন করে আপনার সমস্যাটি তুলে ধরুন আশা করি খুব দ্রুত সমাধান হয়ে যাবে।
স্কিটো সিমের হেল্পলাইন নাম্বার - Skitto SIM helpline number
স্কুটি সিম গ্রামীণফোনের হলেও এদের কার্যক্রম গ্রামীণফোন থেকে কিছুটা আলাদা। স্কিটো সিমের সবচেয়ে যে ভালো দিকটি সেটি হলো আপনার ইন্টারনেটের জন্য অনেক বড় ধরনের অফার তারা দিয়ে থাকে। স্কিটো সিমের কাস্টমার কেয়ারে সরাসরি কথা বলার জন্য আপনি এই নাম্বারে ফোন করুন - 01701000121 অথবা 121 ফোন করে তাদের নির্দেশনা শুনে তারপর তাদের সাথে কথা বলে আপনার সমস্যাটি সমাধান করে নিন।
Your Code
You have to wait 30 seconds.