বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম জেনে নিন - Bkash Account Open

বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম: আমরা জানি বিকাশ বাংলাদেশের জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সেবা। বিকাশ দিয়ে আপনি বর্তমানে বাংলাদেশের সব চাইতে বেশি ডিজিটাল পেমেন্ট গুলি রয়েছে সবগুলোই আপনি করতে পারবেন। আর আমরা এটিও জানি যে বিকাশের জনপ্রিয়তা অনেক তুঙ্গে আর বিকাশের মেইন প্রতিষ্ঠান হল ব্রাক ব্যাংক।

বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম জেনে নিন - Bkash Account Open



আজ আমরা আলোচনা করবো কিভাবে ঘরে বসেই আপনি মোবাইল দিয়েই বিকাশ একাউন্ট তৈরি করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার একটি এন্ড্রয়েড ফোনের প্রয়োজন হবে অথবা আইফোন। কিন্তু আজকের আলোচনাটি হলো অন্যরকম যৌথ অনেক মানুষ গুগলের সার্চ করে যে বাটন মোবাইল দিয়ে কিভাবে আপনি বিকাশ একাউন্ট তৈরি করবেন তবে এটা জানার কৌতূহল সেই সূত্রে আমরা আপনাদের সাথে আজকে এই বিষয়টি শেয়ার করবো।



বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম 


বিকাশ একাউন্ট ঘরে বসেই তৈরি করা যায় নিজের মোবাইল থেকেই তবে সেই মোবাইলটি কিন্তু হতে হয় অ্যান্ড্রয়েড কেননা আপনাকে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রয়োজন পরে আপনার ভোটার আইডি কার্ড। কিন্তু আপনি বাটন মোবাইল দিয়ে আসলে ভোটার আইডি কার্ড সাবমিট করতে পারবেন না বাটন মোবাইল দিয়ে কিভাবে বিকাশ একাউন্ট তৈরি করবেন?


আমরা আপনাকে জানিয়ে দিবো কিভাবে বাটন মোবাইল দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন? মূলত বাটন মোবাইল দিয়ে আপনি বিকাশ একাউন্ট নিজে তৈরি করতে পারবেন না অপরের সাহায্য নিতে হবে। যেমন হয় আপনার আপনজনের মধ্যে যদি কারো এন্ড্রয়েড ফোন থাকে সেটি দিয়ে আপনি করতে পারেন, না হলে আপনার নিকটস্থ কোনো বিকাশ এজেন্টের দোকানে যেতে হবে।


আপনার আপনজনের মধ্যে যদি কারো এন্ড্রয়েড ফোন থাকে তাহলে অবশ্যই আপনার সেই ফোনে বিকাশ এর অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তারপর বিকাশ অ্যাপসটি কে ওপেন করতে হবে ওপেন করলে প্রথমে আপনি সেখানে ২টি অপশন দেখতে পাবেন লগইন এবং রেজিস্টার।


তারপর আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সেই বাটন মোবাইলের নাম্বারটি চাইবে তো আপনি সেই নাম্বারটি দিয়ে দিবেন।


তারপর আপনার সেই বাটন মোবাইল টা আসলে কোন অপারেটরের সেটি আপনি সিলেক্ট করে দিবেন যদি গ্রামীণফোন হয় তাহলে গ্রামীণফোন সিলেক্ট করবেন অথবা বাংলালিংক হলে বাংলালিংক এভাবে আপনার যেই অপারেটর সেই অপারেটর সেখান থেকে সিলেক্ট করে দিবেন।


তারপর আপনার সেই বাটন মোবাইল ভেরিফাই করার জন্য তারা একটি কোড পাঠাবে আপনার ওই মোবাইলে তো সেই কোডটি আপনি দিয়ে দিবেন।


তারপর বিকাশ অ্যাপস এর ভিতরে দেখতে পাবেন যে আপনার ভোটার আইডি কার্ড চাইবে তখনই ভোটার আইডি কার্ড দিয়ে দিবেন, অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড সঙ্গে রাখবেন ভোটার আইডি কার্ড ঠিকঠাক ভাবে সাবমিট করার পর আপনার একটি নিজের ছবি তুলতে হবে তো আপনার সেই আপনজনের এন্ড্রয়েড মোবাইল ফোনটি আপনার হাতে নিয়ে আপনার পুরো মুখের একটি ছবি তুলে নেবেন।


ছবি তোলার পর আপনার সবকিছু সাবমিট করলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।  অ্যাকাউন্ট খোলা হয়ে গেলেন এবার যে কাজটি করতে হবে আপনার বাটন মোবাইল থেকে ডায়াল করবেন *247# ।

*247# bkash


এরপর Active menu pin অপশন আসবে সেখানে ১ টাইপ করে রিপ্লে দিবেন। 


তারপর আপনার বিকাশের জন্য একটি ৫ সংখ্যার পিন দিতে হবে। আবার ঐ ৫ সংখ্যার কনফার্ম পিন দিতে হবে। 


পিন সেট করলেই আপনার একাউন্ট এক্টিভ হয়ে যাবে।



দ্বিতীয়ঃ যেভাবে বিকাশ এজেন্টের দোকানের মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলবেন যদি আপনার আপনজনের কারো মধ্যে এন্ড্রয়েড কোন মোবাইল না থাকে তাহলে অবশ্যয় আপনাকে যেতে হবে নিকটস্থ কোনো বিকাশ এজেন্টের দোকানে। দোকানে যাওয়ার সময় অবশ্যই আপনার বাটন মোবাইল আপনি সাথে নিয়ে যাবেন এবং আপনার সাথে আপনার যে ভোটার আইডি কার্ড সেটি নিয়ে চলে যাবেন।


যাবার পর বিকাশ এজেন্ট কে বলবেন যে আমি একটি বিকাশ একাউন্ট করতে চাই। এরপর বিকাশ এজেন্ট আপনার কাছে আপনার বাটন ফোনের সিম নাম্বার চাইবে এবং পাশাপাশি আপনার ভোটার আইডি কার্ড চাইবে ।


এসব আপনি তাকে দিয়ে দিবেন যাবতীয় কাজ সে আপনাকে করে দিবে, তারপর সে আপনাকে কনফার্ম বলে দিবে যে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং আপনার অ্যাকাউন্ট যখন তৈরি হয়ে যাবে। আপনি অবশ্যই আপনার সেই বাটন মোবাইল থেকে ডায়াল করবেন *247#  এবং ডায়াল করে আপনি দেখে নিবেন যে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে কিনা।



আজকের আলোচনার বিষয় অনুজায় মূলত বাটন মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট তৈরি করতে হলে আপনার অপরের সাহায্য অবশ্যই নিতে হবে।


এই ছিল আমাদের আজকের আলোচনা, যদি আপনার আরও কোন বিষয় না জানা থাকে এবং সেই বিষয় জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আপনার বিষয় নিয়ে পরবর্তী আরেকটি আলোচনা করবো ইনশাল্লাহ। এরকম আরও বিষয় জানতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আপনার প্রিয়জনদের সাথে আলোচক বিষয় গুলো শেয়ার করুন যাতে করে তারাও জানতে পারে এগুলো বিষয়। ধন্যবাদ ভালো থাকবেন




Your Code

You have to wait 30 seconds.


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম