Rocket Code | রকেট একাউন্ট চেক করার কোড

Rocket Code | রকেট একাউন্ট চেক করার কোড: আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো রকেট মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে। যারা রকেট মোবাইল ব্যাংকিং এর গ্রাহক অথবা নতুন যারা রকেট একাউন্ট ব্যবহার করবেন মূলত তাদের জন্য আজকের বিষয় আলোচনা করা হবে কেননা আপনার রকেট একাউন্ট দেখার নিয়ম আজকে এই পোস্টে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো।

Rocket Code | রকেট একাউন্ট চেক করার কোড


আজকে আমরা রকেট একাউন্ট দেখার জন্য দুটি পদ্ধতি এখানে আপনাদের সামনে তুলে ধরছি। একটি হলো রকেট কোড ডায়াল করে দেখার নিয়ম আরেকটি হলো রকেটের নিজস্ব অ্যাপস রয়েছে সেই এপ্স এর মাধ্যমে দেখার নিয়ম।


রকেট একাউন্ট চেক  করার কোড ( Rocket Code)


রকেট কোডের মাধ্যমে একাউন্ট দেখার জন্য প্রথমে আপনাকে ডায়াল করতে হবে *322# । 


যখন ওই কোডটি ডায়াল করবেন ডাল করার সাথে সাথে আপনার সামনে বড় ধরনের লিস্ট চলে আসবে 1. বিল পে, 2. সেন্ড মানি, 3. টপ আপ, 4. ব্যাংক অ্যাকাউন্ট, 5. মাই অ্যাকাউন্ট, 6. রেমিট্যান্স, 7. ক্যাশ আউট, 8. মার্চেন্ট পে, 9. টুল কার্ড, 10. লগ আউট।



এখান থেকে আপনার প্রয়োজন মত আপনি অপশন সিলেক্ট করতে পারেন। আপনার রকেট একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য আপনি 5 নাম্বার অপশনটিকে সিলেক্ট করবেন তো এজন্য 5 লিখে সেন্ড বাটনে ক্লিক করবেন।



তারপর আপনার সামনে আবার অন্য একটি পেজ চলে আসবে সেখানে কয়েকটি অপশন থাকবে এখান থেকে আপনি 1 নাম্বার অপশন সিলেক্ট করার জন্য ওয়ান লিখে পুনরায় আবার সেন্ড করবেন তারপর আপনার সামনে আবার একটি পেজ চলে আসবে সেটি হলো আপনার রকেট একাউন্টের পিন নাম্বারটি শেভ পিন নাম্বারটি দিয়ে দিবেন।



পিন নাম্বারটি সঠিকভাবে দিয়ে যখনই সেন্ড বাটনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার রকেট একাউন্টের ব্যালেন্স দেখতে পেয়ে যাবেন। 


এই ছিল রকেট কোডের মাধ্যমে একাউন্ট দেখার জন্য নিয়ম। এখন আমরা পরবর্তী নিয়ম নিয়ে আলোচনা করবো। যারা অ্যাপ ব্যবহার করি থাকি তাদের জন্য দ্বিতীয় নিয়ম টি দরকার পরবে।



রকেট একাউন্ট চেক অ্যাপ এর মাধ্যমে


এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব রকেট একাউন্ট কিভাবে অ্যাপসের মাধ্যমে চেক করবেন।


প্রথমত আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনি সার্চ বক্সে টাইপ করবেন “রকেট” রকেট লিখলেই আপনি রকেটের নিজস্ব অ্যাপস পেয়ে যাবেন। সেই অ্যাপসটি ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন। তারপর অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন হলে সেখানে মোট টোটাল তিনটি অপশন দেখতে পাবেন। একটি হলো মোবাইল ফোনের অপশন অন্যটি হল পিন নাম্বার আর নিচের যেটি সেটি হল লগইন।


রকেট অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন

rocket app rocket app



প্রথমে মোবাইল নাম্বারের ঘরে আপনি রকেট নাম্বার যেই মোবাইল দিয়ে খুলেছিলাম সেই মোবাইল নাম্বারটি দিবেন। তারপর নিচের খালি ঘরে আপনার রকেট অ্যাকাউন্ট এর পিন নাম্বার চাইবে সেখানে আপনার রকেট অ্যাকাউন্ট এর পিন নাম্বারটি দিবেন। তারপর তৃতীয় অপশনটিতে ক্লিক করলেই লগইন হয়ে যাবে।



যদি সঠিকভাবে আপনার মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন। তাহলে আপনি এখানে বিভিন্ন ধরনের সেবা দেখতে পাবেন। রকেটের যেসকল ডিজিটাল সেবা রয়েছে, ব্যালেন্স দেখার জন্য উপরের দিকে দেখতে পাবেন tap for balance এ লেখার উপর ক্লিক করুন। এই লেখার উপর ক্লিক করলেই আপনি আপনার রকেট একাউন্টে কত টাকা রয়েছে সেটি দেখতে পাবেন।



রকেট একাউন্ট চেক করার Rocket Code অথবা অ্যাপসের মাধ্যমে রকেট একাউন্ট চেক করার পদ্ধতি দুটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। সর্বোপরি যদি আপনার কোনো কারনে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এই পোষ্টের নিচে কমেন্ট করবেন। আমরা যথাসাদ্দ চেষ্টা করবো আপনার সমস্যার বিষয় নিয়ে আলোচনা করার। ভালো থাকবেন এবং এমন সকল বিষয় জানতে আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করবেন। ধন্যবাদ ভালো থাকবেন





Your Code

You have to wait 30 seconds.


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম