দিন যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে কাতার বিশ্বকাপ উন্মাদনা, বিশ্বকাপের সবচেয়ে ব্যয়বহুল আসনের সাক্ষী হতে হুমড়ি খেয়ে পড়ছেন ফুটবলপ্রেমীরা। চর্মচোখে গ্রেটেস্ট শো অন আর্থ এর সাক্ষী হতে এখন পর্যন্ত আবেদন পড়েছে প্রায় 2 কোটি 35 লাখ, সেখান থেকে মাত্র 12 লাখ সৌভাগ্যবান' পেয়েছেন টিকেট। বিশ্বকাপ সামনে রেখে আরো ৮ লাখ টিকিট বিক্রির পরিকল্পনা কাতারের তবে এবার আর লটারি কিংবা রেনডম বাছাইয়ের মাধ্যমে নয়, নির্ধারিত দিনে করতে হবে আবেদন সবার আগে নির্ভুলভাবে তিনি সব কার্যক্রম শেষ করতে পারবেন তিনি পাবেন ম্যাচ টিকেট। তবে কবে থেকে এই প্রক্রিয়ায় টিকেট বিক্রি শুরু করবে তা এখনও নিশ্চিত নয় এরই মধ্যে যারা টিকিটের জন্য আবেদন করেও পাননি তাদের সুযোগ থাকবে এখানে অংশ নেয়ার অবশ্য সেখানে প্রাধান্য দেয়া হবে স্বাগতিক দেশের সমর্থকদের। কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি আবেদন করেছে আর্জেন্টিনা ম্যাচের পরে আছে আর ব্রাজিল ইংল্যান্ড ও ফ্রান্সের ম্যাচ টিকিট এর চাহিদা এছাড়াও মেক্সিকো কাতার সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও প্রচুর সংখ্যক ফুটবলপ্রেমী চেষ্টা করেছেন বিশ্বকাপ টিকেটের জন্য।
ফিফা বিশ্বকাপের 22 তম আসরে 12 লাখ দর্শনার্থী প্রত্যাশা করছে আজব কাতার যা তাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তবে অনেকের মতে এই সংখ্যাটা হতে পারে 15 লাখের বেশি এই বিপুলসংখ্যক ভক্তদের সামাল দেয়ার পরিকল্পনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আলোচকদের। কাতারে আসা পর্যটকরা যাতে চড়া মূল্যের কারণে আর্থিকভাবে ক্ষতির মুখে না পড়ে নে জন্য ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার আবার সেখানে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে দেশটির হোটেল ব্যবস্থা এরইমধ্যে জমজমাট 30000 হোটেল রুমের 80% হয়ে আছে ফিফা অতিথিদের দিয়ে। বিশ্বকাপে আগত দর্শকদের জন্য শুরু থেকেই আসার বার্তা দিচ্ছে কাতার কর্তৃপক্ষের দাবি 80 থেকে 100 ডলারের মধ্যে পাঁচ তারকা হোটেল রুম ভাড়া নিতে পারবেন পর্যটকরা তবে ক্রমবর্ধমান চাহিদা এই মূল্য শেষ পর্যন্ত ধরে রাখা যাবে কি না তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। ম্যাচ দেখতে আসা দর্শকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে বিভিন্ন অ্যাপার্টমেন্ট এবং ভিলার ব্যবস্থা করেছে কাতার সেখানে থাকছে প্রায় 65 হাজার এছাড়াও দুটো চেপে প্রস্তুত রাখা হয়েছে 4000 তবে এসবের মূল্য এখনো নির্ধারণ করেননি কর্তৃপক্ষ। আরও এমন নিউজ দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন প্রতিদিন
Your Code
You have to wait 30 seconds.