আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ মরিচ ক্ষেতে যাবার সময় জহুরুল ইসলাম( ২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ১৭জুন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বগুড়ার আদমদীঘি উপজেলার কোমারভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বৃষ্ঠিপাতের সময় আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ গ্রামের মসলেম উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম গ্রামের অপর ৭/৮ জন কৃষকের সাথে মরিচের আবাদ ক্ষেত দেখতে যাবার সময় আকাশের বিকট শব্দে পথিমধ্যে বজ্রপাত হয়। এসময় কালো ধুয়ার মতো বস্তু জহুরুল ইসলামের শরীরে পড়ে হলুদ বর্ণ হয়। তাকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Your Code
You have to wait 30 seconds.