অর্থবছর, বাজেট এলেই যে শব্দটি বহুল ব্যবহৃত হয় সেটি হল অর্থবছর কিন্তু আমরা অনেকেই জানিনা অর্থবছর আসলে কি কেনইবা বছরের মাঝ থেকে অর্থাৎ জুলাই মাস থেকে শুরু হয় এই অর্থবছর, আবার একেক দেশের অর্থবছর কেন একসময় শুরু হয় বিস্তারিত থাকছে এবারের আলোচনায়।
কোন মাস থেকে অর্থবছর?
পৃথিবীতে প্রথম পঞ্জিকা প্রচলন করে সুমেরীয় সভ্যতা তখনকার সময়ে নাচছিল সপ্তাহে হিসাব নাচছিল দ্বীনের সঠিক হিসাব। কালের বিবর্তনে শুরুতেই পঞ্জিকার ছাড়িয়ে বর্তমানে পৃথিবীতে ৮০ ধরনের পঞ্জিকার প্রচলন রয়েছে এর মধ্যে অর্থনৈতিক পঞ্জিকা হিসেবে যোগ হয়েছে অর্থবছরের। আমাদের দেশে বঙ্গাব্দ খ্রিস্টাব্দ কে সাধারণ পঞ্জিকা হিসেবে মেনে চললেও অর্থবছর শুরু হয় জুলাই মাস থেকে। জুলাই থেকে জুন অব্দি চলে আমাদের অর্থবছর। এর উপর ভিত্তি করে প্রস্তুত হয় বাংলাদেশের জাতীয় বাজেট, ব্রিটিশ থেকে পাকিস্তান আমল এবং সেখান থেকে স্বাধীন বাংলা এই দীর্ঘ সময় ধরে আমরা জুলাই মাসে অর্থবছর ধরে বাজেট প্রস্তুত উত্থাপন করে আসছি। জুলাই মাস নির্ধারণের কারন মূলত একটি দেশের শস্যের উৎপাদন রাজনৈতিক প্রক্রিয়া সরকারি বেসরকারি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ-সুবিধার বিভিন্ন দিক পর্যালোচনা করে অর্থবছর ঠিক করা হয়। তেমনি জুলাই মাস থেকে আমাদের দেশে বর্ষাকাল একই সময় মাঠে কৃষকের ফসল থাকে এবং কয়েক মাস পরেই ফসল ঘরে ওঠে তাদের, এছাড়াও কিছু কিছু অঞ্চলে এরইমধ্যে ফসলও উঠে যায়। বছরে মধ্যবর্তী সময়টি কৃষিক্ষেত্রে বাজেটে বিভিন্ন দিক ভেবে ব্যবস্থা নেয়ার মোক্ষম সময়।
এছাড়াও রাজনৈতিক বিবেচনা করলে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারীতে নতুন কোন দল ক্ষমতায় আসলে তারা বাজেট প্রণয়নের জন্য বেশকিছু সময় হাতে পান এ সময় জনগণের আশা-আকাঙ্ক্ষার নানা প্রতিফলন বাজেটে তুলে আনার যথেষ্ট সুযোগ পায় সরকারি দল। এদিকে অন্যান্য সময়ের চেয়ে বছরের এই সময়টি বাংলাদেশের রাজনৈতিক ভাবে অনেকটাই স্থিতিশীল থাকে।
অন্যান্য দেশের সাথে ব্যবসা সহজীকরণ
অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় ছাড়াও যুক্তরাজ্য ও পশ্চিমা অনেক দেশের সঙ্গে মিলে অর্থবছর ঠিক করলেও ঋণ হিসাব সহজ হয়, বিশেষ করে বিশ্বব্যাংকের অর্থ হচ্ছে শুরু হয় জুলাই থেকে সে হিসেবে বিশ্বব্যাংকের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই মাসে অর্থবছর ধরলে উন্নয়নশীল দেশগুলোর জন্য সবচেয়ে সুবিধাজনক পর্যায়ে থাকে।
যেসব দেশের অর্থবছর ইরেজি ক্যালেন্ডারভিত্তিক
বিশ্বের দেশ শতাধিক দেশের অর্থ বছর শুরু হয় ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী অর্থাৎ জানুয়ারি মাসে তাদের বাজেট ঘোষণা করা হয়। এদের মধ্যে চীন-রাশিয়া ব্রাজিল সংযুক্ত আরব আমিরাত অর্দুথাৎ দুবাই মালয়েশিয়া স্টেইন অস্ট্রিয়া পর্তুগাল শ্রীলংকা মালদ্বীপ দক্ষিণ কোরিয়া সুইডেন উল্লেখযোগ্য। এসব দেশে অর্থবছর 1 জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হয় 30 ডিসেম্বর পর্যন্ত। এবারে জানবো কোন কোন দেশের অর্থবছর এপ্রিল বা অন্যান্য মাস থেকে, বছরের প্রথমদিন বাজেট বর্ষা শুরু হয় ভারত, যুক্তরাজ্য, হংকং, কানাডা ও দক্ষিণ আফ্রিকায় শেষ হয় 31 মার্চ। অন্যদিকে যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও থাইল্যান্ডের অর্থবছর শুরু হয় 1 অক্টোবর 13 সেপ্টেম্বর। অনেক দেশ মাসের মধ্যবর্তী তারিখ থেকে অর্থ হতে শুরু করে, এদের মধ্যে ইরান 21 মার্চ থেকে 20 মার্চ ইথিওপিয়া 8 জুলাই থেকে 7 জুলাই অন্যদিকে ইরানে হিজরী সন অনুযায়ী অর্থবছর শুরু হয়ে থাকে, নেপালে অর্থনৈতিক চলে বিক্রম ক্যালেন্ডার অনুসরণ করে যা ষোলোই জুলাই থেকে শুরু হয়ে 15 জুলাই পর্যন্ত চলেছিল দেশভিত্তিক অর্থবছর শুরুর তথ্য।
Your Code
You have to wait 30 seconds.