বন্যার ৮ দিন পেরিয়ে গেলেও থামছেনা বানের পানির গর্জন, সড়ক উঠছে প্রচন্ড বেগে পানি প্রবেশ করছে সুনামগঞ্জের ছাতক উপজেলায় এতে দুর্দশা কমছেনা বানভাসি মানুষের। নাগরিকঃ- খাওয়া-দাওয়া করে আর কোনো উপায় নাই। এমন পরিস্থিতির মাঝেই মাথাচাড়া দিয়ে উঠেছে চোর-ডাকাত, বন্যার সঙ্গে লড়াই করার মানুষগুলোর আতঙ্কে দিন কাটছে। নাগরিকঃ- চারদিকে শুধু ডাকাত আসে আমরা খুব কষ্টের মাঝে আছি। নাগরিকঃ- নৌকা দিয়ে গ্রামের ডাকাত জেয়ে মারপিট করে মানুষকে কষ্ট দেয় পীড়াপীড়ি করে মালসামানা সবকিছু নিয়ে যায়।
সুনামগঞ্জের পুলিশ সুপার বলছেন ব্যানভাসি মানুষের নিরাপত্তা বাহিনী সচেতন রয়েছে। আমাদের পুলিশ সদস্যরা সারারাত নষ্ট করে ডিউটি করতেছে লোকজনকে আহবান জানাচ্ছি যেন তারা ডিফেন্স পার্টি গঠন করেন এবং যেকোন প্রয়োজনে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যে কোনভাবেই হোক তারা যোগাযোগ করে। সুনামগঞ্জের 70000 বানভাসি মানুষ ডুবে যাওয়া বাড়ির ছেরে এখন আশ্রয় কেন্দ্রে। বন্যা কবলিত এলাকায় দূর্বৃত্তদের হানা বানভাসি মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে তারা প্রশাসনিক সহযোগিতা কামনা করেছেন।
Your Code
You have to wait 30 seconds.