ফ্রিল্যান্সিং কী? জনপ্রিয় ১৫টি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট।
আসসালামু আলাইকুম।
আপনাদের সাথে আজকে নতুন একটি পোস্ট নিয়ে আলোচনা করব। ফ্ল্যাশ নিউজ বিডিতে
আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করবো একটি গুরুত্বপূর্ণ বিষয় যা অনলাইন
জগতের সকলের জানা প্রয়োজন।
আজকের আলোচনা হচ্ছে ফ্রিল্যান্সিং কি? । আর আমি আপনাদের সাথে আজ কথা বলবো ফ্রিল্যান্সিং
এবং এর কিছু ওয়েবসাইট নিয়ে। যেসকল ওয়েবসাইটে হাজার লক্ষ ফ্রিল্যান্সার প্রতিদিন প্রতিনিয়ত কাজ
করছে এবং তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করছে।
আপনি কি বেকার? আপনি কি অনলাইনে কাজ করতে চান? ফ্রিল্যান্সিং করতে চান?
হ্যাঁ, আজকের আলোচনাটি আপনার জন্যই।
ফ্রিল্যান্সিং কী? | ফ্রিল্যান্সিং এর কাজ কি
ফ্রিল্যান্সিং হলো এমন এক ধরনের কাজ যা আপনি বাসায় বসে আপনার ল্যাপটপে কিংবা
ফোনে করতে পারেন। এর জন্য আপনাকে বাহিরে কিংবা অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।
আপনার বাসাই আপনার অফিস।
মনে করেন, আপনি গ্রাফিক্স ডিজাইন জানেন। আপনার এখন কাজের প্রয়োজন। আপনি কি বিভিন্ন
অফিসে গিয়ে কাজ খোজে বেড়াবেন?
নাহ! আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনি আগে অনলাইনে কাজ খোজবেন।
আপনার দক্ষতার দ্বারা অনলাইনে ঘরে বসে অন্যের কাজ করে দেওয়াই হলো ফ্রিল্যান্সিং।
যারা এসব কাজ করে তাদের বলা হয় ফ্রিল্যান্সার।
ফ্রিল্যান্সিং কেন করবেন | ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি
আধুনিক বিশ্বয়ানের এই সময় সবাই চায় আধুনিক হতে।আধুনিক মানেই সব কিছুতেই
ডিজিটালের ছোয়া। তেমনি কাজ ও হয়ে যাচ্ছে আধুনিক। কাজের সকল মাধ্যম হয়ে
উঠেছে ডিজিটালের এক একটা অংশ।
বর্তমান সময়ে কেনা-কাটা,শিক্ষা,ট্রেন,প্লেন কিংবা বাসের টিকিট কেনা বেচা হচ্ছে অনলাইনে।
আমাদের দৈনন্দিন জীবনের সব কিছুই এখন অনলাইনে সম্পুর্ন করা যায়।
তেমনি আমাদের কাজ ও অনলাইনে করার সুযোগ এসে গেছে। বর্তমানে শিক্ষার হার অনেকাংশেই
বেড়ে গিয়েছে। এতে বেকারত্ব ও ক্রমাগত বাড়ছে।
তাই আমাদের উচিত পড়ালেখার পাশাপাশি আমাদের ছোট খাটো একটা কর্মের ব্যাবস্থা করা। এর জন্য কেউ টিউশনি ও করে থাকেন।
তবে বাংলাদেশ সহ বর্তমান বিশ্বের প্রায় সকল দেশের যুবকরাই ফ্রিল্যান্সিং এর প্রতি
যুকে পড়ছে। শুধু মাত্র বেকাররাই নয়,চাকরিজীবিরাও তাদের চাকরির পাশাপাশি
ফ্রিল্যান্সিং করে আসছে।এতে করে তাদের অতিরিক্ত ইনকামের ব্যাবস্থা হচ্ছে।
বর্তমান বিশ্বের সাথে তালমিলিয়ে চলার জন্য আমাদের ও ফ্রিল্যান্সিং নামের এই পেশার সাথে
জাড়ানো প্রয়োজন। এতে যেমন নিজে সাবলম্বি হওয়া যায় তেমনি করে বাংলাদেশকেও
অন্যান্য দেশের সাথে তুলে ধরা যাবে।
সব কিছুই তো জানলেন। কিন্তু আসল জিনিসই বাকী রয়ে গেলো।
আপনি কি চা কিংবা কপি খেতে পছন্দ করেন? তাহলে এখনই এক কাপ চা কিংবা কপি
নিয়ে বসে পড়ুন আমাদের এই এক্সক্লুসিভ টিউনটি পড়ার জন্য।
এখন আসুন ফ্রিল্যান্সিং এর কাজ করবেন কোথায়? কোথায় আপনি এই ধরনের কাজ পাবেন?
হ্যাঁ, এইসব কিছু নিয়েই এখন আমি আপনাদের সাথে কথা বলবো।
প্রতিদিন নিত্তনতুন অনেক ওয়েবসাইট আসছে যেখানে আপনি ফ্রিল্যান্সিং এর কাজ পাবেন।
হয়ত দেখা যাবে ওয়েবসাইট গুলো কিছুদিন ভালোই সার্ভিস দিলো কিন্তু হঠাৎ স্ক্যাম করলো।
তাই আমাদের উচিত যেনে শুনে বিশ্বস্ত ওয়েবসাইট গুলোতে কাজ করা,যাতে আমাদের কাজ,
কষ্ট বিফলে না যায়।
আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছুই নাই।
আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো ৩০টির ও বেশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস
ওয়েবসাইট নিয়ে।যেখানে আপনি চোখ বন্ধ করে বিশ্বস্ততার সহিত কাজ করে
যেতে পারবেন। চলুন আর বকবক না করে সেই মার্কেটপ্লেস গুলো সম্পর্কে জেনে নেই।
ফ্রিল্যান্সিং ওয়েবসাইট লিস্ট
আফওয়ার্ক.কম (ক্লিক করুন)
শুরুতেই আসি UPwork.com নিয়ে। UPwork.com বিশ্বের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস।
যার পুরাতন নাম ছিল odesk. এইখানে কয়েক লক্ষ ফ্রিল্যান্সার প্রতিনিয়ত কাজ করছে
তাদের ক্যারিয়ার গড়ার জন্য।
সুতরাং আপনি সহজেই UPwork.com কে বিশ্বাস করে আপনার দক্ষতা দেখাতে পারবেন এবং
কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।
ফ্রিল্যান্সার.কম(ক্লিক করুন)
নাম শুনেই বুঝতে পারছেন কি কাজ এই সাইটের। হ্যা, freelancer.com আরো একটি বিশ্বস্ত
এবং জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। আফওয়ার্কের পর ফ্রিল্যান্সারদের কাজের আর
একটি ক্ষেত্র হছে freelancer.com ।
ফাইভার.কম(ক্লিক করুন)
ফাইভার হলো আফওয়ার্ক এবং ফ্রিল্যান্সার.কম এর পর সবচেয়ে জনপ্রিয় এবং
বিশ্বস্ত ফ্রিল্যান্সিং কাজের ওয়েবসাইট। বাকী গুলোর মত এখানেও আপনি
সকল ধরনের কাজ পেয়ে থাকবেন।
পিউপলপারআওয়ার কম(ক্লিক করুন)
peopleperhour.com হলো ফাইভারের মতো বিড করার সাইট। এখানে আপনি
কাজ করতে পারবে এবং কাজ ক্রয় বা বিক্রয় ও করতে পারবেন। এখানে আপনি
সকল প্রকার কাজ পাবেন।
গুরু.কম(ক্লিক করুন)
guru.com হলো ভারতের জন্য একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট যেখানে আপনি
নানা ধরনের কাজ পাবেন। এসইও(SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
এই ধরনের কাজের জন্য guru.com খুবই জনপ্রিয়তা পেয়েছে।
ডিজাইনক্রুড.কম(ক্লিক করুন)
desihncrowd.com গ্রাফিক্স ডিজাইনারদের জন্য। যারা গ্রাফিক্স ডিজাইন
নিয়ে কাজ করে থাকেন তারা সহজেই এইখানে কাজ পাবেন।
৯৯ডিজাইন.কম(ক্লিক করুন)
লগো ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন বলেন সকল ধরনের ডিজাইনের
জন্য জনপ্রিয় হচ্ছে 99designs.com । এখানে লগো ডিজাইন,গ্রাফিক্স,
ভিজিটিং কিংবা বিজনেস কার্ড,ওয়েবসাইট ইত্যাদি ধরনের অনেক কাজ পাবেন।
এনভাটো.কম(ক্লিক করুন)
envato.com খুবই জনপ্রিয় একটি সাইট। এইখানে কাজ করে ইনকাম করার
পাশাপাশি আপনি সব রকমের কাজ ক্রয় ও বিক্রয় করতে পারবেন।
টপটাল.কম(ক্লিক করুন)
toptal.com ওয়েব ডেভেলপার কিংবা এপস ডেভেলপারদের জন্য একটি
ফ্রিল্যান্সিং সাইট। যারা এপস ডেভেলপার বা ওয়েব ডেভেলপার বা SEO নিয়ে
কাজ করেন তারা এখানে সহজেই কাজ পেয়ে যাবেন।
স্টাকওভারফ্লু.কম(ক্লিক করুন)
stackoverflow.com এ কাজ করতে পারবেন তবে এখানে কাজ করার জন্য
আপনার একাউন্টটি স্টাক ক্যারিয়ার থেকে অনুমতি গ্রহণ করতে হবে। তবেই
আপনি কাজ করতে পারবেন।
জবস.ওয়ার্ডপ্রেস.নেট(ক্লিক করুন)
WordPress! এই wordpress শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত।
আমাদের যাদের ওয়েবসাইট আছে তারা সবাই ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই
ওয়েবসাইট খুলে থাকি। তাই বলে কি ভাবছেন এইখানে শুধু ওয়েবসাইট
তৈরিই করা যায়? নাহ, এখানেও আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন।
আপনারা যারা ওয়ার্ডপ্রেসের ভালো কাজ পারেন যেমন: ওয়েব ডিজাইন,
থিম কাস্টমাইজেশন, প্লাগিন কাস্টমাইজেশন ইত্যাদি কাজ জানেন তারা সহজেই
এখানে কাজ পাবেন।
ডিবব্লি.কম(ক্লিক করুন)
dribble.com এখানে আপনি খুব সহজেই একাউন্ট তৈরি করতে পারবেন এবং
একাউন্ট করার পর আপনার কাজ খুজে কাজ করে ইনকাম করতে পারবেন।
লিংকেদিন(ক্লিক করুন)
কি ভাবছেন? নিশ্চয়ই ভাবছেন যে এইটা তো একটা সোসিয়াল মিডিয়া সাইট এইটা
আবার ফ্রিল্যান্সিং সাইট হলো কিভাবে? তাই না?
হ্যা আপনার ধারণা সঠিক। এইটা একটা social media platform website. তবে এইখান
থেকেও কাজের জন্য হায়ার করা হয়। তাই লিংকেদিন এ একাউন্ট করার পর
আপনার প্রোফাইলটি ভালো ভাবে সাজিয়ে নিন এবং এবাউট সেকশন ভালো
সাজিয়ে লিখবেন যাতে বায়ার আপনার এবং আপনার দক্ষতা সম্পর্কে জানতে পারে।
বিহেনছি.কম(ক্লিক করুন)
এইটি একটি গ্রাফিক্স ডিজাইনারদের জন্য ভালো ওয়েবসাইট।
সমাসিংমেগাজিন.কম(ক্লিক করুন)
প্রোগ্রামার এবং ওয়েব ডিজাইনারদের জন্য একটি ভালো সাইট।